ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোড়কে আয়োডিনযুক্ত, পরীক্ষায় আয়োডিন শূন্য!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুন ১০, ২০২৪
মোড়কে আয়োডিনযুক্ত, পরীক্ষায় আয়োডিন শূন্য! ...

চট্টগ্রাম: খোলা লবণ মোড়কজাত করে ‘আয়োডিনযুক্ত’, ‘বিএসটিআই অনুমোদিত’ লিখে বাজারজাত করছে বহদ্দারহাটের বিএফসি ফুড প্রোডাক্টস। বিসিকের পরীক্ষায় তাদের লবণে আয়োডিনের অস্তিত্ব পাওয়া যায়নি।

 

শুধু লবণ নয়, সয়াবিন তেল, সরিষা তেল, পামঅয়েল, চিনিগুঁড়া চাল, ডাল, আটা, ময়দা, চিনি, সাবানসহ বিভিন্ন পণ্য বাজার থেকে কিনে নিজেদের নামে মোড়কে ভরে বিক্রি করলেও তাদের কোনো পণ্যেরই বিএসটিআইর অনুমোদন নেই। কিন্তু মোড়কে লেখা 'বিএসটিআই অনুমোদিত'।

 

সোমবার (১০ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অভিযানে বিষয়টি ধরা পড়ে। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।  

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেবনাথ।  

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বাংলানিউজকে বলেন, গত ৪ জুন থেকে এ অভিযান চলছিল। আজ বিসিকের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীও উপস্থিত ছিলেন। বিএসটিআই অনুমোদন করলেই তারা পণ্য বাজারজাত করতে পারবে। ইন্ডাস্ট্রিয়াল (খোলা) লবণ বিসিকের মাধ্যমে জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুন ১০, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।