চট্টগ্রাম: সামাজিক মূল্যবোধ ও সচেতনতা দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঞা জনী।
বুধবার (১২ জুন) সকাল ১০টায় পটিয়া পৌরসদরের খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিনব্যাপি দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানে স্কুলপর্যায়ের এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সৈয়দ খুরশিদ আলমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন।
বৃহস্পতিবার সকালে একই ভেন্যুতে ‘রাজনৈতিক স্বদিছায় পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে’ বিষয়ের উপর সেমিফাইনালের দুই বিজয়ী ফাইনালে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ১২, ২০২৪
পিডি/টিসি