চট্টগ্রাম: ৩ কোটি ২১ লাখ টাকার কাজে ৬১ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২ প্রকৌশলীকে ওএসডি করা হয়েছে।
বুধবার (১২ জুন) চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেন।
যাতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রিফাতুল করিম চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী জয়নাল আবেদিনকে তাদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান পূর্বক প্রধান কার্যালয়ে সচিবালয় বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি এবং তা আজ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে অফিস আদেশে।
অপর অফিস আদেশে ঘুষের অভিযোগের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক কমান্ডার লফিফুল হক কাজমী। আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে সদস্য এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এআর/পিডি/টিসি