ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অননুমোদিত পশুর হাট: শেঠ অ্যাগ্রোকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ১২, ২০২৪
অননুমোদিত পশুর হাট: শেঠ অ্যাগ্রোকে জরিমানা ...

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ির পুকুর পাড়ে কোরবানি উপলক্ষে অননুমোদিত পশুর হাট বসানোর দায়ে শেঠ অ্যাগ্রোকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১২ জুন) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।

 

অভিযানকালে কাজীর দেউড়ি থেকে বিক্রির জন্য আনা পশুগুলো বাজারে নেওয়ার নির্দেশনা দেন তিনি।  

সিএমপির সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

 

চসিক সূত্রে জানা গেছে, এবার স্থায়ী ও অস্থায়ী মিলে নগরে ১০টি পশুর হাট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থায়ী হচ্ছে সাগরিকা গরু বাজার, বিবিরহাট গরু বাজার, পোস্তার পাড় ছাগল বাজার। অস্থায়ী হচ্ছে- নূরনগর হাউজিং, ৪১ নম্বর ওয়ার্ডে পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণের খালি মাঠ, ৪০ নম্বর ওয়ার্ডে পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ, মুসলিমাবাদ সড়কের সিআইপি জসিমের খালি মাঠ, ২৬ নম্বর ওয়ার্ডে বড় পোল সংলগ্ন মহেশখালের দুই পাড়ের খালি জায়গা, ৩৯ নম্বর ওয়ার্ডে আউটার রিং রোড সিডিএ বালুর মাঠ ও ৩৭ নম্বর ওয়ার্ডে মধ্যম হালিশহর মুনিরনগর আনন্দবাজার সংলগ্ন রিং রোডের পাশের খালি জায়গা।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ১২, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।