ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেপটিক ট্যাংকে কোরবানির গরু, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
সেপটিক ট্যাংকে কোরবানির গরু, উদ্ধার করলো ফায়ার সার্ভিস ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে কোরবানির জন্য কেনা একটি গরু খোলা সেপটিক ট্যাংকে পড়ে গেছে। খবর পেয়ে গরুটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (১৬ জুন) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নাজিরহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ তৈয়ব সওদাগরের কোরবানির জন্য কেনা গরুটি একটি নির্মানাধীন ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গরুটি উদ্ধার করে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা বাংলানিউজকে বলেন, নির্মানাধীন ভবনের খোলা সেপটিক ট্যাংকে গরুটি পড়ে যায়। পরে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। গরুটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।