চট্টগ্রাম: ঈদুল আজহার নামাজে বসা অবস্থা থেকে উঠতে গিয়ে হঠাৎ পড়ে যান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (১৭ জুন) সকাল আটটার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতের আগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের জামাত শেষে দাঁড়িয়ে ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। তখন সবার সঙ্গে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ান আ জ ম নাছির উদ্দীনও।
উঠে দাঁড়াতে গিয়েই আ জ ম নাছির নিচে পড়ে যান। এ সময় তাঁকে তুলে ধরতে এগিয়ে আসেন শিক্ষামন্ত্রীসহ অন্যান্যরা। পরে সবাই আ জ ম নাছিরকে চেয়ারে বসান। এসে দেওয়া হয় পানি। এরপর মোনাজাত শেষে আন্দরকিল্লার বাসায় ফেরেন।
আ জ ম নাছিরের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ বাংলানিউজকে বলেন, ‘নামাজ শেষে বেশ কিছুক্ষণ বসে থাকায় পায়ে রক্ত চলাচল কিছুটা কমে গিয়েছিল। এ কারণে উঠে দাঁড়াতেই পা ঝিম ঝিম করায় তিনি পড়ে যান। এখন তিনি সুস্থ আছেন’।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
বিই/এসি/টিসি