ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের পাশে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের পাশে আগুন ...

চট্টগ্রাম: জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের পাশে জেনারেটর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

সোমবার (১৭ জুন) দুপুরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বাংলানিউজকে বলেন, এম এইচ টেলিকম নামের একটা বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেটর কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার এস এম আকাশ বাংলানিউজকে বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে জেনারেটর কক্ষে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুই ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। উদ্ধার করা হয় পাঁচ লাখ টাকার সম্পদ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।