ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, রক্ষা পেল যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, রক্ষা পেল যাত্রীরা ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বাস দুর্ঘটনায় পড়েছে। তবে বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

বুধবার (১৯ জুন) সকাল ৭টার দিকে ছদাহা মিঠাদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস মিঠাদীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।

এতে দুটি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। এ ঘটনায় বাস চালকের সহকারী আহত হন।  

দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ খান মো. এরফান বলেন, বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে বাস চালকের সহকারী আহত হয়। তবে সে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।