চট্টগ্রাম: অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে জরিমানা ও বিপুল পরিমান বিদেশি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, চমেক হাসপাতালের পূর্ব গেইটের ৩টি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় শাহানো মেডিকো নামে একটি ফার্মাসি ও ইমন মেডিক্যাল হল নামে আরও একটি ফার্মেসিতে ঔষুধ প্রশাসনের অনুমোদনহীন ও আমদানিকারকের সিল বিহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এমআর/পিডি/টিসি