ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুন ২০, ২০২৪
অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি, গুনতে হলো জরিমানা  ...

চট্টগ্রাম: অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করায় দুই ফার্মেসিকে জরিমানা ও বিপুল পরিমান বিদেশি ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্ব গেইটের  কয়েকটি ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান জানান, চমেক হাসপাতালের পূর্ব গেইটের ৩টি ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় শাহানো মেডিকো নামে একটি ফার্মাসি ও ইমন মেডিক্যাল হল নামে আরও একটি ফার্মেসিতে ঔষুধ প্রশাসনের অনুমোদনহীন ও আমদানিকারকের সিল বিহীন বিদেশি ওষুধ জব্দ করা হয়।

অপরাধ স্বীকার করায় ফার্মেসি দুটিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ওষুধগুলো জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য প্রায় দেড় লাখ টাকা।

অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ও পাঁচলাইশ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।