ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহের খোঁজ মিললো হামিদচরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মরদেহের খোঁজ মিললো হামিদচরে প্রতীকী ছবি

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ-১ এর পরিচালক আশরাফ উদ্দিন কাজলের মরদেহের খোঁজ মিলেছে।

রোববার (২৩ জুন) বিকাল সাড়ে ৫টায় সময় চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক সংলগ্ন হামিদচর এলাকায় তার মরদেহের সন্ধান দেয় স্থানীয়রা।

এর আগে কর্ণফুলী নদীর বিভিন্ন অংশে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজ চালায়। খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় নৌবাহিনীর ডুবুরি দলও।
 

কালুরঘাট ফায়ার স্টেশন সিনিয়র অফিসার বাহার উদ্দিন বাংলানিউজকে বলেন, কালুরঘাট বিসিক সংলগ্ন হামিদচর এলাকা থেকে নিহত কাজলের মরদেহ পাওয়ার তথ্য পেয়ে আমরা ঘটনাস্থালে যাছি।

শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্তের ফেরিঘাটে একটি যাত্রীবাহী নৌকা ফেরিকে ধাক্কা দিলে নৌকা থেকে কাজলসহ দুই জন নদীতে পড়ে যায়। এর মধ্যে নূর কাদের কূলে উঠতে পারলেও কাজল নদীতে তলিয়ে যান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।