ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হোটেল-রেস্তোরাঁয় জেলা প্রশাসনের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
হোটেল-রেস্তোরাঁয় জেলা প্রশাসনের অভিযান ...

চট্টগ্রাম: লাইসেন্স না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৫ জুন) নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান তিনটিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। তিনি জানান, হোটেল রেস্তোরাঁ ব্যবসার লাইসেন্স না থাকা, সেবার তালিকা না রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন সংরক্ষণের প্রমাণ পাওয়ায় হোটেল আরাবিয়া দরবার, হোটেল ফোরস্টার এবং গাউছিয়া সুইটস অ্যান্ড বেকারিকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি প্রতিষ্ঠান তিনটিকে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।