চট্টগ্রাম: কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইপিজেডের বৃহৎ বিনিয়োগকারী সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) প্রতিনিধি দল।
বুধবার (২৬ জুন) বেলা ১১টায় লালখানবাজার ওয়াসা মোড় এলাকার বন্ড কমিশনারেটে আসেন তারা।
বেপজিয়া পরিচালক জিন্নাহ চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) খাজা মাঈনুদ্দিন ফরহাদ, বেপজিয়া পরিচালক অঞ্জন শেখর দাস, মহসিন আহমেদ, রাফাত হোসাইন, বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. আবদুল জাব্বার প্রমুখ।
প্রতিনিধিরা চলমান বাণিজ্যকে বেগবান করতে কাস্টমস বন্ডের সহায়তা কামনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
কাস্টমস বন্ড কমিশনার বেপজিয়া প্রতিনিধিদের সমস্যা সমাধানে তিনি ও তার অফিস আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের যুগ্ম কমিশনার মিজানুর রহমান, ডেপুটি কমিশনার ফাতেমা খায়রুন নুর, ডেপুটি কমিশনার সুমন চাকমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এআর/পিডি/টিসি