চট্টগ্রাম: রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আসা বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শন করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বুধবার (২৬ জুন) চুয়েট টিএসসির সামনে রাখা ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শন করেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাথা।
এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের উপউপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব, উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ।
সকাল থেকে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
এআর/পিডি/টিসি