ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশে বিচার ব্যবস্থা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
দেশে বিচার ব্যবস্থা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে: আমীর খসরু ...

চট্টগ্রাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিচারব্যবস্থা যখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, তখন এরকম পরিণতি ভোগ করতে হয়, আমরাও সেইরকম পরিণতি ভোগ করছি। যারা ভিন্ন মত,ভিন্ন পথ পোষণ করে তাদেরকে এই পরিণতি ভোগ করতে হয়।

 

বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রাম মহানগর আদালতে ছয়টি মামলার হাজিরা শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সাবেক যুগ্ন আহ্বায়ক নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন ও শাহ আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।