ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানের পিডিবি কলোনিতে রাখা গাড়িতে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
জামালখানের পিডিবি কলোনিতে রাখা গাড়িতে আগুন ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন জামালখান পিডিবি কলোনির একটি ভবনের সামনে রাখা একটি মাইক্রোবাস (হাইচ) পুড়ে গেছে।  

শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে কলোনির মেঘনা ভবনের ‘সি-৮’ ভবনের সামনে রাখা ওই গাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়।

এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৫টা ২৭ মিনিটে পিডিবি কলোনিতে একটি হাইচ গাড়িতে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন স্টেশনের ২টি ইউনিট পাঠানো হয়।

কলোনির কর্মীদের সহায়তায় আধঘণ্টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়।  

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।