ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকার সর্বস্ব ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
ফটিকছড়িতে অস্ত্রের মুখে শিক্ষিকার সর্বস্ব ছিনতাই ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে এক শিক্ষিকার টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।  

সোমবার (০১ জুলাই) সকালে নাজিরহাট-মাইজভাণ্ডার সড়কের মদিনা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজিমনগর আহমদীয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রাশেদা আক্তার সিএনজিচালিত অটোরিকশায় স্কুলে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। অটোরিকশায় যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারী মদিনা মাদ্রাসার সামনে এলে অস্ত্র দেখিয়ে তার সবকিছু ছিনিয়ে নেয়।


 
ভুক্তভোগী রাশেদা আক্তার বলেন, আমার বাড়ি থেকে স্কুল এক কিলোমিটারের মধ্যে। ওই অটোরিকশা চালকসহ সবাই উঠতি বয়সের ছিনতাইকারী। তারা আগে থেকেই অটোরিকশায় বসা ছিল। অস্ত্রের মুখে জিম্মি করে মুখ ও গলা চেপে ধরে আমার টাকা, মোবাইল ও কানের দুল ছিনিয়ে নেয় তারা।

ফটিকছড়ি থানার ওসি নুরুল হুদা জানান, পুলিশ শিক্ষিকার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০১, ২০২৪ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।