চট্টগ্রাম: প্রায় প্রতিদিনই হালদা নদীতে মৃত অবস্থায় দেখা মিলছে মা মাছের। আবার কোনো দিন পাওয়া যাচ্ছে মরা ডলফিন।
সোমবার (১ জুলাই) রাতে আজিমের ঘাট এলাকায় জোয়ারের পানিতে একটি মরা মা মাছ ও ডলফিন ভেসে আসতে দেখেন হালদা নদীর ডিম সংগ্রহকারী রওশনগীর।
তিনি বাংলানিউজকে বলেন, ওই সময় আমি আজিমের ঘাট এলাকায় ছিলাম। হঠাৎ দেখি একটি মরা মা মাছ ও ডলফিন জোয়ারের পানিতে ভেসে আসছে। কিন্তু নদীতে স্রোত বেশি থাকায় মা মাছ ও ডলফিন উদ্ধার করতে পারেনি। পরে আমি সঙ্গে সঙ্গে ফোনে হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়াকে বিষয়টি জানাই।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও হালদা গবেষক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া বাংলানিউজকে বলেন, গতকাল রাতে আজিমের ঘাট এলাকায় জোয়ারের সময় ১টি মৃত ডলফিন ও ১টি ব্রুড মাছ ভেসে যেতে দেখেছেন ডিম সংগ্রহকারী রওশনগীর। পরে তিনি আমাকে বিষয়টি অবহিত করেন। এ খবর শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। গত কয়েকদিনে দুইটি ডলফিন ও ৬টি মা মাছ মরে ভেসে আসছে। দ্রুত সময়ে মা মাছ ও ডলফিনের মৃত্যুর কারণ খুঁজে সঠিক ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
বিই/পিডি/টিসি