ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেলা প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
জেলা প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  ...

চট্টগ্রাম: মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও পাউরুটি বিক্রির দায়ে সুইট বাংলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করার অপরাধে মেসার্স চিটাগাং ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২ জুলাই) নগরের চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বাংলানিউজকে বলেন, নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার সজীব চৌধুরী, পরিদর্শক (মেট.) প্রিময় মজকুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।