ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
অবশেষে মায়ের কোলে ফিরল সেই নবজাতক ...

চট্টগ্রাম: কন্যা সন্তান হওয়ায় নবজাতক বিক্রি করে দেওয়ার একদিন পর মায়ের কোলে ফিরল শিশুটি।  

বুধবার (৩ জুলাই) দুই ইউনিয়নের পরিষদের সদস্যদের উপস্থিতিতে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

 

এসময় মরিয়মনগর ইউনিয়নে চেয়ারম্যান মুজিবুল হক হিরু এবং স্বনির্ভর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক উপস্থিত ছিলেন।

মরিয়মনগর ইউনিয়নের ইউপি সদস্য এনামুল কবির শিকদার বাংলানিউজকে জানান, শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

দুই পরিষদের সদস্য উপস্থিত ছিলেন। যিনি শিশুটিতে নিয়ে ছিলেন তিনি হাসপাতালের বিল বাবদ ৫০ হাজার টাকা খরচ করেছেন। তাকে ওই টাকা বাবদ ৪৫ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিশুটির ভরণপোষণের জন্য পরিবারকে দুই মাসের বাজার করে দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২ জুলাই) জন্মের তিন দিন পর কন্যা সন্তানকে বিক্রি করে দেয় রাঙ্গুনিয়া উপজেলায় মরিয়মনগর ইউনিয়ন বাসিন্দা সাদ্দাম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারভেজ নামে এক ব্যক্তি স্ট্যাটাস দিলে জানাজানি হয়। যদিও কন্যা শিশুটির পরিবারের অনুরোধে পরে স্ট্যাটাসটি মুছে দেন ওই ব্যক্তি। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হাওয়ায় শিশুটিকে ফিরিয়ে আনতে উদ্যোগী হন স্থানীয় ইউনিয়ন পরিষদ।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।