ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কেন্দ্রে কোমর সমান পানি, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
কেন্দ্রে কোমর সমান পানি, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম: টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ বন্যার পানির নিচে তালিয়ে যায়।

জমে আছে কোমর সমান পানি। তাই এ কেন্দ্রের পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
 

বৃহস্পতিবার (৪ জুলাই) কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে রাঙামাটির বাকি ৯টি কেন্দ্রে পূর্ব নির্ধারিত সময়ে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এ এম এম মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র পানির নিচে তলিয়ে যায়। যেখানে বসে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি নেই৷ এছাড়াও আশপাশের এলাকাও প্লাবিত হয়েছে৷ যার কারণে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণ করতে বেক পেতে হবে। তাই আগামীকালের (বৃহস্পতিবার) ইংরেজি প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাকি সকল কেন্দ্রে পূর্ব নির্ধারিত সময়ে পরীক্ষা চলবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।