ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
তিন পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি এলাকার একটি মাদরাসার শিক্ষককে থানায় আটকে রেখে ইয়াবা ও অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ১ লাখ টাকা, দেড় লাখ টাকার চেক ও খালি স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে মামলাটি করেন আজিজুল হক নামে এক মাদরাসার শিক্ষক।

অভিযুক্তরা হলেন- নগরের খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সুমিত বড়ুয়া, ইকবাল বিন ইউসুফ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদ এবং নগরের খুলশী আমবাগান এলাকার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর ও মো. ইয়াসিন।  

বাদীর আইনজীবী মাহমুদুল হক জানান, ক্রসফায়ার, ইয়াবা ও অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে নগদ ১ লাখ টাকা আদায়, দেড় লাখ টাকার চেক ও খালি স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়:২৩০০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।