ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
আড়াই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ  ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি কারখানা ও একটি গুদাম থেকে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ২ হাজার ৫৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে নগরের বাকলিয়া থানাধীন মধ্যম চাক্তাই এলাকায় ৩ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান বাংলানিউজকে বলেন, পলিথিনের ব্যবহার কমাতে আমরা চেষ্টা করছি।

এরই ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করছি।  

তিনি বলেন, বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিকে থেকে ২ হাজার ও আরেকটি গুদাম থেকে ৫৬৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিসমিল্লাহ পলি ইন্ডাস্ট্রিকে ৫৫ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গুদামে কাউকে পাওয়া যায়নি।  সংশ্লিষ্ট মালিকদের কাগজপত্র নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। গুদাম ও কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।