ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের অবস্থানে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
শিক্ষার্থীদের অবস্থানে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: কোটা সংস্কার ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

 

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।  

বারআউলিয়া হাইওয়ে থানা উপ পরিদর্শক (এসআই) দিপক কুমার সিংহ বাংলানিউজকে বলেন, আন্দোলনকারীরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

এর ফলে উভয় লেনেই বন্ধ হয়ে গেছে যান চলাচল। এখনো আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান করছে।

এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা একাধিক ট্রেন আটকে পড়ে দুই পাশে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।