চট্টগ্রাম: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা আড়াইটা থেকে চট্টগ্রামের মুরাদপুর ও ষোলশহর এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হতে থাকে।
এর আগে ষোলশহর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় কোটা আন্দোলনকারীরা পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ষোলশহর এলাকায় করতে পারেনি। পরে শিক্ষার্থীরা মুরাদপুর এলাকায় অবস্থান নিলে দফায় দফায় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোটা আন্দোলনকারীরা মুরাদপুর এলাকায় এবং ছাত্রলীগের অনুসারীরা দুই নম্বর গেইট এলাকায় অবস্থান করছে। থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এমএ/পিডি/টিসি