চট্টগ্রাম: রাত ১০টায় বাসায় ফিরবেন বলেছিলেন নগরের শুলকবহর এলাকার ফার্নিচার কারখানার শ্রমিক মোহাম্মদ ফারুক। কিন্তু তিনি এখন না ফেরার দেশে।
সীমা বলেন, সকাল আটটায় বাসা থেকে বের হয়েছিলেন কারখানার উদ্দেশ্যে।
তিনি বলেন, আমাদের সংসারে উপার্জনের আর কেউ নেই। আমার দুই সন্তান বাপ ডাকবে কাকে? আমি কোথায় গিয়ে দাঁড়াব? ছেলেমেয়েগুলো এখনো নাবালক, আমার সন্তানদের কে দেখবে?
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্বামীর মৃত্যুর খবর পেয়ে নগরের লালখান বাজারের বাসা থেকে ছুটে আসেন সীমা। সঙ্গে ছিলেন বাবা মো. শহীদ ও শ্বশুর মো. দুলাল।
ফারুক ও সীমার সংসারে এক ছেলে এক মেয়ে। ছেলে ফাহিম সপ্তম শ্রেণির ছাত্র। মেয়ে কেজির ছাত্রী।
চট্টগ্রামের মুরাদপুরে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন, মোহাম্মদ ফারুক, ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এআর/টিসি