ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নেতাকর্মীদের গ্রেপ্তারে আমির খসরু মাহমুদ চৌধুরীর নিন্দা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
নেতাকর্মীদের গ্রেপ্তারে আমির খসরু মাহমুদ চৌধুরীর নিন্দা 

চট্টগ্রাম: সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর ও ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ বিএনপির ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

বুধবার (১৭ জুলাই) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে উল্টো হামলা মামলা, হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে।

তারা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে দুজন শিক্ষার্থীসহ একজন নিরীহ লোককে হত্যা ও শত শত শিক্ষার্থীদের আহত করেছে।  

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে, তাদের গ্রেপ্তার না করে উল্টো চট্টগ্রামের নিরীহ বিএনপি নেতাকর্মীদের প্রশাসন গ্রেপ্তার করা হয়েছে।

সরকার অবৈধ ক্ষমতা দখলে রাখতে প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করছে।  

তিনি নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৩৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।