চট্টগ্রাম: নগরের বহদ্দারহাটে অবস্থান নেওয়া আন্দোলনকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে বহদ্দারহাট মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিলে এ সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে ইসমাইল হোসেন (৩১) এবং মোহাম্মদ ইলিয়াছ (২০) নামে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইসমাইল শিক্ষার্থী এবং ইলিয়াছ শ্রমিক।
সরেজমিনে দেখা গেছে, কোটা আন্দোলনকারীদের তোপের মুখে পুলিশ সদস্যদের পিছু হটতে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। বর্তমানে পুলিশ এবং শিক্ষার্থীরা বহদ্দারহাটের আরকান সড়কের পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে অবস্থান করছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এমআই/এমআর/পিডি/টিসি