চট্টগ্রাম: কারফিউ শিথিল থাকায় নগরের সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে বুধবার (২৪ জুলাই) সকালে ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও সবজির সরবরাহ ছিল কম। তাই আড়তে প্রায় সব ধরনের সবজির দাম ছিল ৫-১০ টাকা বেশি।
আড়তদাররা জানান, কারফিউ শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে আড়তে।
রিয়াজউদ্দিন বাজার আড়তে পাইকারিতে লাউ ৩০-৩৫, পেঁপে ৪০, শসা ৪০, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৩৫, বেগুন ৬০, চিচিঙ্গা ২৫-৩০, ঢেঁড়স ৪০, টমেটো ১৭০-১৮০, কাঁচা মরিচ ২৫০-২৬০, মিষ্টি কুমড়া ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি।
এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় নগরের কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম ৫০ টাকা ছাড়িয়েছে।
নগরের কাজীর দেউড়ি বাজারে আসা ইমরান হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার উপরে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
পিডি/টিসি