ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
চট্টগ্রামে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র নির্দেশনায় দুই শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে নগরের অলংকার মোড় এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে তৈরি খাবার বিতরণ করা হয়।

 

এ সময় যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামাত ভিন্নপন্থায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল। যা আজ তাদের দিবাস্বপ্নে পরিণত হয়েছে৷ দেশের এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে শ্রমজীবী মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশনা মোতাবেক অত্র এলাকায় এই তৈরী খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত রাখা হবে৷ 

এতে আরও উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবলীগ নেতা আবু তৈয়ব, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস পাভেল ইসলাম, ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, মানিক শাহাদাৎ, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা আরিফ মুহাম্মদ হারুনী, মোঃসেলিম, যুবলীগ নেতা এসএম ফারুক, ০৯নং ওয়ার্ড যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, সেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, যুবলীগ নেতা আকবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।