চট্টগ্রাম: সেবামূলক সংগঠন রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের ২০২৪-২০২৫ রোটারি বর্ষে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাদাৎ হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ মো. জসিম উদ্দিন।
শুক্রবার ( ২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে নব নির্বাচিতরা নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেন।
উন্নয়ন সংস্থা অপকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন রোটরি বর্ষের সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরীকে দায়িত্ব হস্তান্তর করেন ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নুসরাত জাহান কলি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চিটাগাং খুলশীর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোটারি ক্লাব চিটাগাং ডাউন টাউন এর সাবেক সভাপতি আফতাব উদ্দিন সিদ্দিকী, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর চার্টার সভাপতি মো. শাহজাহান, রোটারি ক্লাব চিটাগাং ইম্পিরিয়ালের চার্টার সভাপতি নজরুল ইসলাম নান্টু, রোটারি ক্লাব চিটাগাং পাইওনিয়ার এর সাবেক সভাপতি সুদীপ কুমার চন্দ।
অনুষ্ঠানের শুরুতে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেন, অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারি ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। নিজেদের মধ্যে ফেলোশিপ গড়ে তোলার পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোও রোটারিয়ানদের কাজ। রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল প্রতিষ্ঠার পর থেকেই নানা মানবিক কাজের সাথে যুক্ত রয়েছে। নতুন কমিটি এই মানবিক কাজগুলোকে এগিয়ে নিবে।
২০২৪-২০২৫ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইলের অন্যান্য দায়িত্বশীলরা হলেন ডিরেক্টর ক্লাব সার্ভিস চার্টার সভাপতি মোহাম্মদ আলমগীর, ইমিডিয়েট সাবেক সভাপতি নুসরাত জাহান কলি, প্রেডিসেন্ট ইলেক্ট রওশন আক্তার, সহ সভাপতি বিলকিছ আক্তার, ট্রেজারার সৈয়দ হাসান কানন, বুলেটিন এডিটর নাহলিন আনোয়ার, সার্জেন্ট এট আর্মস শামীম আক্তার খান, ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর মোহাম্মদ আলাউদ্দিন, ডিরেক্টর সার্ভিস প্রজেক্ট শফিকুল ইসলাম, ডিরেক্টর ইন্টারন্যাশনাল সার্ভিস এস এম শামছুল হুদা, ডিরেক্টর ইয়ুথ ভোকেশনাল সার্ভিস সন্তোষ কুমার ভৌমিক, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস নোটন প্রসাদ ঘোষ, চেয়ার পাবলিক রিলেশন জাবেদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এমআর/টিসি