চট্টগ্রাম: নগরের মোমিন রোডের চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে ১ আগস্ট শুরু হচ্ছে ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শীর্ষক ১৫ দিনব্যাপী বিষয়ভিত্তিক সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি ও বইমেলা।
শৈলী প্রকাশন আয়োজিত এ আয়োজন উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
১ আগস্টের সেমিনারের বিষয় ‘শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’।
২ আগস্টের সেমিনারের বিষয় ‘বঙ্গবন্ধু ও ফোকলোর ভাবনা’। মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী। সভাপতিত্ব করবেন ড. মো. আবুল কাসেম।
৩ আগস্ট শনিবারের বিষয় ‘বঙ্গবন্ধু ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ’। মূল প্রবন্ধ পাঠ করবেন প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
৪ আগস্টের বিষয় ‘সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে বঙ্গবন্ধু’। মূল প্রবন্ধ পাঠ করবেন ড. শ্যামল কান্তি দত্ত, সভাপতিত্ব করবেন অভীক ওসমান।
৫ আগস্টের বিষয় ‘সুফিবাদ ও বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সংগ্রামে মাইজভান্ডার দরবার শরিফের ভূমিকা’। মূল প্রবন্ধ ড. আবদুল আজিম শাহ্, সভাপতিত্ব করবেন ড. সেলিম জাহাঙ্গীর।
৬ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর মহানুভবতা’। মূল প্রবন্ধ প্রফেসর ড. উদিতি দাশ সোমা। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. শিরীণ আখতার।
৭ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’। মূল প্রবন্ধ প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, সভাপতিত্ব করবেন মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী।
৮ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর নাট্যচিন্তা’। মূল প্রবন্ধ ড. মো. মোরশেদুল আলম; সভাপতিত্ব করবেন রবিউল আলম।
৯ আগস্টের বিষয় ‘স্বাস্থ্য-ব্যবস্থা ও চিকিৎসা-বিজ্ঞানে বঙ্গবন্ধুর অবদান’। মূল প্রবন্ধ প্রফেসর ড. প্রণব কুমার চৌধুরী, সভাপতিত্ব করবেন প্রফেসর (ডা.) প্রভাত চন্দ্র বড়ুয়া।
১০ আগস্টের বিষয় ‘পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধু’। মূল প্রবন্ধ ড. আজাদ বুলবুল; সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত।
১১ আগস্টের বিষয় ‘নারীর ক্ষমতায়ন ও নারী প্রগতির অগ্রগতিতে বঙ্গবন্ধুর অবদান’। মূল প্রবন্ধ ড. আনোয়ারা আলম; সভাপতিত্ব করবেন চেমন আরা তৈয়ব।
১২ আগস্টের বিষয় ‘বাংলাদেশের শিল্প-উন্নয়নে বঙ্গবন্ধুর চিন্তাধারা’। মূল প্রবন্ধ প্রফেসর ড. নারায়ণ বৈদ্য; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম।
১৩ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর প্রকৃতি ও পরিবেশচিন্তা’। মূল প্রবন্ধ ড. শামসুদ্দিন শিশির; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মহীবুল আজিজ।
১৪ আগস্টের বিষয় ‘বঙ্গবন্ধুর আদর্শের ছায়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি’। মূল প্রবন্ধ প্রফেসর ড. ফরিদুল আলম; সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মো. সেকান্দার চৌধুরী।
১৫ আগস্টের বিশেষ আলোচনার বিষয় ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’। সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা। সেমিনারের বিষয় ‘বঙ্গবন্ধু ও সমাজতত্ত্ব’। মূল প্রবন্ধ প্রফেসর ড. ওবায়দুল করিম; সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এআর/পিডি/টিসি