ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গুলিবিদ্ধ  রাহাতের সহযোগিতায় এগিয়ে এলেন ফারাজ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
গুলিবিদ্ধ  রাহাতের সহযোগিতায় এগিয়ে এলেন ফারাজ 

চট্টগ্রাম: উনিশ বছর বয়সী মেধাবী তরুণ মোহাম্মদ রাহাত। বাবা মারা গেছেন এক বছর আগে।

পরিবারের একমাত্র সন্তান। গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
ঘরে তার মা ছাড়া অন্য কেউ নেই।  রাহাত পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ২য় বর্ষে। সেইসঙ্গে টিউশন করে কোনো রকম সংসারের খরচ যোগাড় করতেন।  

গত ১৬ জুলাই নগরের মুরাদপুরে কোটা সংস্কারের আন্দোলনের কর্মসূচিতে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করে রাহাত। কর্মসূচির একপর্যায়ে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। মুহুর্তেই পাল্টে যায় দৃশ্যপট। কোনকিছু বুঝে উঠার আগেই একটি গুলি এসে লাগে রাহাতের ঘাড়ের পাশে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে বন্ধুরা রাস্তা থেকে তাকে তুলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান৷ রাহাতের এমন কঠিন মুহূর্তে তার চিকিৎসা ও সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন মানবিক ব্যক্তিত্ব ফারাজ করিম চৌধুরী।  

গত ২৬ জুলাই (শুক্রবার) হাসপাতালে রাহাতের চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায়তা করেন তিনি। সেইসঙ্গে তাকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ফারাজ করিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।