ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোটা আন্দোলন: চট্টগ্রামে গ্রেপ্তার ২ জনের ২ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
কোটা আন্দোলন: চট্টগ্রামে গ্রেপ্তার ২ জনের ২ দিনের রিমান্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানায় কোটা আন্দোলন ঘিরে বহদ্দারহাটে সহিংসতায় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (১ আগস্ট) চট্টগ্রাম অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালত এই আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, আবু রায়হান ও নাঈম উদ্দীন মো. আমজাদ।  

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বাংলানিউজকে জানান, চান্দগাঁও থানায় কোটা আন্দোলন ঘিরে বহদ্দারহাটে সহিংসতায় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই জনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটা আন্দোলন ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে গত ১৮ জুলাই চান্দগাঁও থানার বহদ্দারহাটে সংঘর্ষে ২ জন নিহত ও অনেকে আহত হয়েছে।  এদিন বহদ্দারহাট সংঘর্ষে গুলিবিদ্ধ চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া গত ২৩ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নগরের চান্দগাঁও থানায় একাধিক মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।