চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের আবেগপ্রবণ হয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (২ আগস্ট) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা এক ও অভিন্ন সত্তা। আমাদের কোনো ভিন্নতা নেই।
আ জ ম নাছির বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মহোদয় ও চট্টগ্রামের কৃতী সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের সঙ্গে কথা হয়েছে। আমাদের অবস্থান থাকবে ডিফেন্সিভ, শান্তিপূর্ণ। যদি তারা রাষ্ট্রীয় কোনো সম্পদ ভাংচুর করে, হামলা করে আমরা এসে পড়বো। কেউ আবেগপ্রবণ হয়ে আগবাড়িয়ে উত্তেজিত হয়ে নিজস্ব খেয়ালখুশিতে কিছু করবেন না দয়া করে। অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আমরা এটা অবগত আছি, আমরা এটা বুঝি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, উনারা সতর্ক অবস্থানে আছেন। ওরা যদি শান্তিপূর্ণ কর্মসূচি করে চলে যায় আমরাও যার যার মতো করে চলে যাব।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এআর/পিডি/টিসি