চট্টগ্রাম: শ্রীশ্রী অন্নদা ঠাকুর রামকৃষ্ণ সংঘ রাউজান আদ্যাপীঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকালে আদ্যাপীঠ প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করা হয়।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে রাউজান উপজেলায় একযোগে ১ লাখ ৮০ হাজার ফলদ গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আদ্যাপীঠ মন্দিরের প্রধান পুরোহিত টি চক্রবর্তী, পরিচালনা পরিষদের সদস্য অনুপ কুমার বিশ্বাস ও অনাথালয়ের ছাত্রদের নিয়ে বৃক্ষরোপণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীশ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ রাউজানের সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।
শ্যামল কুমার পালিত বলেন, বর্ষা মৌসুম হচ্ছে গাছ লাগানোর সেরা সময়। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর আন্তরিকতায় সড়ক, মহাসড়ক, অলিগলি, স্কুল-কলেজের ছাদ, মাঠ, ঘাট, আঙিনা, পতিত জমিতে লাখ লাখ ফলের চারা লাগানো হয়েছে। একবার এক ঘণ্টায় পুরো রাউজানে লাগানো হয়েছিল পৌনে ৫ লাখ ফলদ চারা। এসব চারায় ইতিমধ্যে সুস্বাদু ফল ধরতে শুরু করেছে। মানুষের পাশাপাশি পাখিরাও এসব ফল খেতে আসছে। এরফলে পরিবেশ, প্রতিবেশে ইতিবাচক পরিবর্তনের হাওয়া লেগেছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এআর/পিডি/টিসি