চট্টগ্রাম: কয়েকদিন পুরোদমে কাজ করতে না পারায় নগরে প্রায় ১০ হাজার টন ময়লা-আবর্জনা (বর্জ্য) জমে গেছে বলে মন্তব্য করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কার্যক্রম মাঠ পর্যায়ে তদারককালে তিনি এ মন্তব্য করেন।
শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন আমরা পুরোদমে কাজ করতে পারিনি ফলে নগরে প্রায় ১০ হাজার টন ময়লা-আবর্জনা জমে গেছে।
তিনি জানান, ইতোমধ্যে চসিকের বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কার্যক্রমকে আরো বেগবান করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
এআর/পিডি/টিসি