চট্টগ্রাম: নগরের বিভিন্ন বাজারে তদারকি করেছেন শিক্ষার্থীরা। তারা মূল্যতালিকা ঝুলিয়ে রাখা এবং বাড়তি দাম না নেওয়ার পরামর্শ দেন বিক্রেতাদের।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয় বহদ্দারহাট, কর্ণফুলী কমপ্লেক্স, চকবাজারসহ বিভিন্ন বাজারে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী চবি শিক্ষার্থী ইমন সৈয়দ বলেন, বাজারগুলোতে তদারকি করছে শিক্ষার্থীরা।
বহদ্দারহাট কাঁচাবাজারে তদারকিতে থাকা শিক্ষার্থী সুজন দাশ বলেন, বাজারগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। পণ্যের বাড়তি মূল্য নেওয়া যাবে না। শুক্রবারের (৯ আগস্ট) মধ্যে বাজারে মূল্যতালিকা ঝোলানোর পরামর্শ দেওয়া হয়েছে। চাঁদাবাজির ঘটনা ঘটলে শিক্ষার্থীদের জানানোর জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৪
এসি/টিসি