চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রশাসনের পদত্যাগসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্যের বাংলো ও কার্যালয়, উপ-উপাচার্য, প্রক্টর এবং প্রভোস্টদের কার্যালয়ে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এসব স্থানে তালা দিতে শুরু করেন আন্দোলনকারীরা।
এর আগে বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু কেন্দ্রের সামনে এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- যাদের ছত্রছায়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংসভাবে হামলা করা হয়েছে- সেই প্রক্টরিয়াল বডি এবং সকল হল প্রভোস্ট, ভিসি ও প্রো-ভিসিকে (একাডেমিক ও প্রশাসনিক) পদত্যাগ করতে হবে।
সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন। পরবর্তীতে প্রশাসনিক বিভিন্ন কার্যালয়ে তালা দেন তারা। প্রশাসন পদত্যাগ করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তারা।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এমএ/পিডি/টিসি