ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাজিনাজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
সাজিনাজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা ...

চট্টগ্রাম: সাজিনাজ হাসপাতালে দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।  

রোববার (১১ আগস্ট) হাসপাতালে মেডিসিন ও ডায়াবেটিস বিষয়ক দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মেডিসিন বিভাগে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সাজিনাজ হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিস এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. নেজাম উদদীন। ডায়াবেটিস রোগ বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের চিকিৎসক ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. শারমিন আকতার।

সাজিনাজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার সাইফুল ইসলাম সাহেদ সকাল ১০টায় ক্যাম্প উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (এইচ আর) হাসান মাহমুদ চৌধুরী সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।