চট্টগ্রাম: নগরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ক্রমেই বাড়ছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের শিক্ষা কার্যক্রম।
বুধবার (১৪ আগস্ট) নগরের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে আগের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে বলে জানা গেছে।
নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান বলেন, ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।
নগরের কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহানা আক্তার বলেন, ৫ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় দুই হাজার শিক্ষার্থী আছে। সকালের শিফটে শিক্ষার্থী ১ হাজার ৩৪ জন। স্বাভাবিক সময়ে ৭০০ থেকে ৮০০ জন পর্যন্ত নিয়মিত উপস্থিত থাকে। গতকাল উপস্থিত ছিল ৮৪ জন। এর আগে উপস্থিতি আরও কম ছিল।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়েও দুই শিফটে শ্রেণি কার্যক্রম হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ উল হাছান চৌধুরী বলেন, দুই শিফটে শিক্ষার্থী সাত হাজার। গত সপ্তাহের চেয়ে উপস্থিতি কিছুটা বেড়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সময় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে আন্দোলনের মুখে ৫ আগস্ট সরকারের পতনের পর ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
বিই/পিডি/টিসি