চট্টগ্রাম: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়ন সংক্রান্ত বিভিন্ন কাজে স্থবিরতা সৃষ্টি হয়। এ অবস্থায় আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার্থে ছুটির দিন শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে শনিবার (১৭ আগস্ট) অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়।
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় পাঁচদিন আমদানি-রপ্তানি কার্যক্রমে বিঘ্ন ঘটে।
সংশ্লিষ্টরা বলছেন, কাস্টম হাউজ খোলা থাকলেও এদিন ব্যাংক বন্ধ থাকে। সব ধরনের শুল্ক জমা দিতে হয় ব্যাংকে, ডকুমেন্টেশনের কাজ হয় কাস্টমস হাউজে। এ অবস্থায় কাস্টমসে শুল্কায়নের কিছু কাজ আগেভাগে করে নেওয়া যাবে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা থাকলেও ব্যাংক খোলা থাকছে না। ব্যাংক খোলা না থাকলে বিশেষ কোনও সুবিধা পাওয়া যাবে না।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এসি/টিসি