ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যার্ত ৫ হাজার পরিবারকে শুকনো খাবার দিচ্ছে চট্টগ্রাম বন্দর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
বন্যার্ত ৫ হাজার পরিবারকে শুকনো খাবার দিচ্ছে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম: স্মরণকালের ভয়াবহ বন্যাদুর্গত এলাকার ৫ হাজার পরিবারে বিতরণের জন্য শুকনো খাবার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজে অংশ নিতে বন্দরের একটি বোট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫ হাজার পরিবারের জন্য শুকনো খাবার দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ নৌবাহিনীর কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হচ্ছে।  

তিনি বন্যা পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ কক্ষে (ভিএইএফ চ্যানেল ‘Chennel-16/12’, নম্বর 880-23-33326916, 01759-054277) যোগাযোগ করতে অনুরোধ জানান।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।