চট্টগ্রাম: ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী ও চট্টগ্রাম জেলায় উদ্ধার টিম পাঠানোসহ চিকিৎসা সেবা, খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন আলহাজ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফেনী জেলায় ১০০ জনের একটি টিম পাঠানো হয়েছে।
এরইমধ্যে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৫টি বোট দিয়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধার তৎপরতা শুরু করেছেন তারা।
এদিকে স্মরণকালের এই মহাদূর্যোগে যারা মৃত্যুবরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের উদ্ধার, ত্রাণ বিতরণ ও মেডিকেল টিম পাঠানোর সময় তিনি বলেন, মানুষ সবাই আল্লাহর সেরা সৃষ্টি। যেখানে মানবিক বিপর্যয় দেখা দেয় সেখানেই আমরা মানবিক সেবা দিতে অভ্যস্ত।
তিনি তাদের মানবিক সেবায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় মোস্তফা হাকিম পরিবারের সদস্য মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম ও শিক্ষাবিদ বাদশা আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়ধ ১৪০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
পিডি/টিসি