ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে সাউদার্ন ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের পাশে সাউদার্ন ইউনিভার্সিটি ...

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টার, ৫২ ব্যাচের শিক্ষার্থী মো. মেহরাজ হোসাইন এর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছে ইউনিভার্সিটি কতৃর্পক্ষ।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে আহত শিক্ষার্থীর বাসভবনে গিয়ে চেক হস্তান্তর করেন উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান।

 

এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ এফ এম মোদাচ্ছের আলী, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইন ও শিক্ষক মো. রাসেল উপস্থিত ছিলেন।  

পরে ইংরেজি বিভাগের পক্ষ থেকেও তাকে আর্থিক সহায়তা করা হয়।

এর আগে নগরের দুই নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত কর্মকর্তা মো. আরশাদকেও আর্থিক সহায়তা প্রদান করে সাউদার্ন ইউনিভার্সিটি কতৃর্পক্ষ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।