ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে মহানগর বিএনপির ত্রাণ কমিটি গঠন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে মহানগর বিএনপির ত্রাণ কমিটি গঠন 

চট্টগ্রাম: চট্টগ্রামসহ দেশের বর্তমান পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে একটি ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিনকে এই কমিটির আহবায়ক করা হয়।

সদস্য হিসেবে আছেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক প্রচার সম্পাদক সিহাব উদ্দিন মোবিন।  

মহানগর বিএনপির ত্রাণ কমিটিতে চট্টগ্রামের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ত্রাণ কমিটিতে সহায়তা দেওয়ার আহবান জানিয়েছেন ত্রাণ কমিটি।

পাশাপাশি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যার যার সাধ্যমতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।  

বাংলাদেশ সময়: ২১০৫  ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।