ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙ্গুনিয়ায় মাইকিং

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে রাঙ্গুনিয়ায় মাইকিং

চট্টগ্রাম: কাপ্তাই হ্রদের পানি ছাড়ার খবরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকা থেকে লোকজন সরে যেতে মাইকিং করেছে উপজেলা প্রশাসনের ।  

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয় মাইকিং।

 

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে দেওয়ার আগে পূর্বপ্রস্তুতি হিসেবে নদী–তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সরে যেতে মাইকিং করা হয়েছে। এ ছাড়া স্থানীয় স্কুলগুলোকে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

এদিকে শনিবার কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের জারিবৃত জরুরি বার্তায়, রাত দশটায় কাপ্তাইর হ্রদের বাঁধের ১৬টি গেইট ৬ ইঞ্চি পর্যন্ত খুলে দেওয়ার কথা জানায়। এ দিন বেলা তিনটা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি রয়েছে ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল। যা বিপৎসীমার কাছাকাছি।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।