ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উক্তি আর নয়, আমরা সবাই বাংলাদেশী: আনোয়ারুল আলম চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উক্তি আর নয়, আমরা সবাই বাংলাদেশী: আনোয়ারুল আলম চৌধুরী

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে ও সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে বলবে আমরা এখানে সংখ্যাগুরুও নই, কেউ সংখ্যালঘুও নই, আমরা সকলেই সমান। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি।

শনিবার (২৪ আগস্ট) বিকালে লোহাগাড়া উপজেলার পদুয়া কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে পূজা প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ধর্ম মানুষকে পরিশীলিত করে।

ধর্ম মানুষকে মানুষ বানায়। পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে।

পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরের উপদেষ্টা সুনীল কুমার চৌধুরী, মন্দির সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল ও অর্থ সম্পাদক ডা. মধু দাশ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম, কেন্দ্রীয় শিবির নেতা মাওলানা আবু তৈয়ব,পদুয়া ইউনিয়ন আমীর মাওলানা হামিদুল হক, জামায়াত নেতা চৌধুরী মুহাম্মদ ছালেহ, ছাত্রনেতা মাওলানা আবু তৈয়ব, মুহাম্মদ জাকারিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নুরুল আবছার, সমাজসেবক নুরুল ইসলাম, জসিম উদ্দিন, মাওলানা আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।