ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: বন্যা পরিস্থিতির কারণে চারদিন ধরে চট্টগ্রামে আসছে না সবজিবাহী গাড়ি। চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজার ও পাহাড়তলীতে দেখা দিয়েছে পণ্য সংকট।

আর এ অজুহাতে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে কয়েক জায়গা থেকে চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারে গাড়ি আসায় কাঁচামরিচের দাম কমেছে।
তবে নগরের অন্যান্য বাজারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ।

রোববার (২৫ আগস্ট) দুপুরে নগরের রিয়াজউদ্দিন বাজারে প্রতিকেজি কাঁচামরিচ পাইকারিতে  বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। আর খুচরা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।  

পাইকারি ব্যবসায়ীরা জানান, তিন দিন ধরে চট্টগ্রামে কোনো ধরনের সবজিবাহী ট্রাক আসছে না। বন্যায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনী ও কুমিল্লায় আটকে আছে চট্টগ্রামমুখী বহু ট্রাক। আর এ কারণেই চট্টগ্রামের সবজির সবচেয়ে বড় এ আড়ত কোনো সবজি নেই। তাই সংকট দেখা দেয়। পরে আজকে কাঁচামরিচবাহী কিছু ট্রাক এসেছে। তাই দাম কমতে শুরু করেছে। অথচ পাইকারিতে পাঁচ দিন আগেও কাঁচামরিচের দাম ছিল কেজিপ্রতি ১৮০ টাকায়।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী বলেন, বন্যার কারণে গাড়ি আসতে পারছে না। আমাদের অনেক গাড়ি আটকে আছে। সবজি পচনশীল। তাই গাড়িতে থাকা অনেক সবজি নষ্ট হয়ে যাবে। আমরাও লোকসানে পড়ব। তবে আশপাশের উপজেলা থেকে একেবারে সীমিত পরিমাণে সবজি এসেছে। এটা চাহিদার তুলনায় কিছুই না। কাঁচামরিচের ট্রাক আসতে শুরু করেছে বাজারে ফলে পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বন্যার কারণে দেখিয়ে অতিরিক্ত দাম বাড়িয়ে দেওয়া যাবে না। বন্যার অজুহাতে আগের কেনা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করতে হবে কেন? এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের উচিত, ভোগ্যপণ্যের দাম না বাড়িয়ে মানবিক হওয়া।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।