চট্টগ্রাম: নগরের পতেঙ্গা, পাহাড়তলী ও আকবরশাহ থানায় ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার (২৪ আগস্ট) পুলিশ বাদী হয়ে থানায় এই মামলা করলেও বিষয়টি সোমবার (২৬ আগস্ট) জানাজানি হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে শেখ হাসিনা সরকারের পতনের পর নগরের পতেঙ্গা, পাহাড়তলী ও আকবরশাহ থানায় দেশীয় অস্ত্র, লোহার রড, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হাজার দুর্বৃত্ত। হামলাকারীদের ভয়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা ছেড়ে পালিয়ে গেলে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে অস্ত্র ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তদের দেওয়া আগুনে থানার রেজিস্ট্রারপত্র, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মালামাল পুড়ে যায়। এ ঘটনায় অনেক পুলিশ সদস্যও আহত হন।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, নগরের পতেঙ্গা, পাহাড়তলী ও আকবরশাহ থানায় ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় অজ্ঞাত ৪৫ হাজার জনকে আসামি করা হয়েছে। তার মধ্যে গত ২৪ পতেঙ্গা থানায় ২০ থেকে ২৫ হাজার, পাহাড়তলী থানায় ১৪ থেকে ১৫ হাজার ও আকবরশাহ থানা ৪ থেকে ৫ হাজার আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, ডবলমুরিং ও হালিশহর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বিভিন্ন ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগেও মামলা করা হয়েছে।
এর আগে, গত ২৪ আগস্ট রাতে নগর পুলিশের কোতোয়ালী থানায় হামলা ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ হাজার জনকে আসামি করে থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ বাদী হয়ে মামলাটি করেছিলেন। একই তারিখে ইপিজেড থানার ২৫ থেকে ৩০ হাজার ও সদরঘাট থানা ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এমআই/পিডি/টিসি