চট্টগ্রাম: জোরারগঞ্জ থানার মরগাং গ্রামে ১৮ বছরের তরুণীকে ধর্ষণ ও সহযোগিতার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ আগস্ট) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এমএ নাসের চৌধুরী বাংলানিউজকে বলেন, ৮ সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. নাজমুল ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. রিয়াজ, মো. দুলাল ও জামশেদকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অথর্দণ্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রায়ের সময় মো. নাজমুল, মো. রিয়াজ ও জামশেদ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। মো. দুলাল রায়ের সময় অনুপস্থিত ছিলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ২ আগস্ট জোরারগঞ্জ থানার মরগাং গ্রামে ১৮ বছরের তরুণীর ঘরে তাকে ধর্ষণ করে মো. নাজমুল। এ সময় ধর্ষণে সহযোগিতা করে মো. রিয়াজ, মো. দুলাল ও জামশেদ । এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে ২৩ আগস্ট থানায় মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২০২০ সালের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৩১ জানুয়ারি ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমআই/টিসি